"সীরাতে রাসূল ﷺ প্রতিযোগিতা - ২০২০"
বিস্তারিত নিয়মাবলী-
১/ ১৫ নভেম্বর ২০২০ তারিখ এশার সালাতের পূর্বেই নিজ নিজ মসজিদের মুয়াজ্জিন সাহেবের নিকট ফরম জমা দিতে হবে ।
২/ ২০ নভেম্বর ২০২০ তারিখ জুম'আর সালাতের পূর্বেই নিজ নিজ মসজিদের মুয়াজ্জিন সাহেবের নিকট রচনা জমা দিতে হবে ।
৩/ প্রত্যেক পরীক্ষার্থীকে নির্ধারিত সময় (২০ নভেম্বর ২০২০ সকাল ১০টা)-র আধা ঘন্টা পূর্বেই পরীক্ষা স্থল - বায়তুল জান্নাত জামে মসজিদে উপস্থিত হতে হবে।
৪/ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫/ মেয়েদের জন্য ইসলামী হিজাব পরিধান করে আসা আবশ্যক।
৬/ মেয়েরা অত্র মসজিদের পশ্চিম দিক থেকে আসবে।
৭/ পরীক্ষার্থী তার কাছে সংরক্ষিত "প্রতিযোগীর অংশ" প্রদর্শন করে পরীক্ষার হলে প্রবেশ করবেন।
৮/ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।
৯/ উত্তর পত্র পরীক্ষাস্থলে সরবরাহ করা হবে।
১০/ একই প্রশ্নের একাধিক উত্তর বাতিল বলে গণ্য হবে ।
১১/ "সীরাতে রাসূল ﷺ প্রতিযোগিতা - ২০২০" এর সার্বিক বিষয়াবলীর ক্ষেত্রে সিরাত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।


0 Comments