নির্দেশনাবলীঃ
১। ঢাকা মহানগরির ২৫ নং ওয়ার্ডে বসবাসরত যে কেউ এই প্রতিযােগিতায় অংশগ্রহন করতে পারবেন।
২। প্রত্যেক বিভাগের জন্য নির্ধারিত বই থেকে প্রশ্নপত্র প্রণিত হবে। নিজ দায়িত্বে বই সংগ্রহ করুন। অথবা এই লিংকে ক্লিক করে কাঙ্ক্ষিত বই সংগ্রহ করতে পারেনঃ https://forms.gle/UJXm4uDNsMvJGh659
৩। মেয়েদের জন্য পৃথক বিশেষ ব্যবস্থা থাকবে।
৪। মেয়েদের পুরুষ্কার গ্রহন করবেন তাদের পুরুষ অভিভাবকগন।
অনলাইন রেজিষ্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/Gn8WXcwQ9X6aKjg5A
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ২২ অক্টোবর ২০২১।
রেজিষ্ট্রেশন ফিঃ ৫০ টাকা।
পরিক্ষার তারিখঃ ২৯ অক্টোবর ২০২১।
ফলাফল ঘোষনা,পুরষ্কার বিতরনী ও সীরাত মাহফিলঃ ৫ নভেম্বর ২০২১, বাদ আছর হতে।
স্থানঃ বাইতুল জান্নাত জামে মাসজিদ (পশ্চিম নাখালপাড়া, ১২নং গলি)।
বিভাগসমূহঃ
- ক (সাধারণ) বিভাগ (উচ্চ মাধ্যমিক সহ তদুর্ধ্ব ১৮ বছর বয়সী সকল ব্যক্তিবর্গ)
- নির্ধারিত বইঃ নবীয়ে রহমত।
- নির্ধারিত বই থেকে ১৫০টি নৈর্ব্যত্তিক ও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে।
- উত্তরপত্র মূল্যায়িত হবে ১৫০ নাম্বারে।
- পরিক্ষার সময়ঃ সকাল ৮টা - ১০টা।
- খ (মাধ্যমিক) বিভাগ (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত)
- নির্ধারিত বইঃ সীরাতে খাতামুল আম্বিয়া। লেখকঃ মুফতি মোহাম্মদ শফী (রহ.)।
- নির্ধারিত বই থেকে ১০০টি নৈর্ব্যত্তিক ও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে।
- উত্তরপত্র মূল্যায়িত হবে ১০০ নাম্বারে।
- পরিক্ষার সময়ঃ সকাল ৮টা - ৯ঃ২০টা।
- গ (জুনিয়র) বিভাগ (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত)
- নির্ধারিত বইঃ এসো প্রিয় নবীজির ﷺ হাদিস শিখি।
- নির্ধারিত বই থেকে ৩০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে।
- পরিক্ষার সময়ঃ সকাল ৮টা - ৯টা।
- ফর্মে অভিভাবকের WhatsApp/ Telegram/ মোবাইল নাম্বার উল্লেখ করুন।
আমাদের সকলের হৃদয়ের স্পন্দন প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ কে এই প্রজন্মের প্রতিটি হৃদয় স্থাপন করার উদ্দেশ্যে গৃহীত এই মুবারক কাজে আর্থিক অনুদান পাঠিয়ে আপনিও হতে পারেন অফুরন্ত সওয়াবের অধিকারী ! অনুদান পাঠাতে ক্লিক করুনঃ https://forms.gle/c4Pt5qCmgzDuz1cn6
0 Comments